‘স্বাভাবিক জোয়ারে ভাঙছে বেড়িবাঁধ-প্লাবিত হচ্ছে উপকূলীয় জনপদ’ শিরোনামে লোনা পানির আগ্রাসনে উপকূলবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত.

২৪ জুলাই ২০২২, রবিবার, সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে ‘স্বাভাবিক জোয়ারে ভাঙছে বেড়িবাঁধ-প্লাবিত হচ্ছে উপকূলীয় জনপদ’ শিরোনামে লোনা পানির আগ্রাসনে উপকূলবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

লিডার্স, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থায়ন করে আন্তর্জাতিক সংগঠন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে প্রমুখ ।